mvBUwU wfwRU Ki‡Z †Kvb cÖKvi mgm¨v †`Lv w`‡j ev †Kvb wjs‡K cÖ‡ek Ki‡Z bv cvi‡j- Help Line +88 01914 142057
.................................Thank you........................................ For .......................................... Visiting ....................................... Our Site........................

Sunday, February 12, 2012

News

প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষা ২১ নভেম্বর

প্রাথমিক ও সমমানের এবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী ২১ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৯ নভেম্বর।
আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া এবার প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। আগে এ বাড়তি সময় ছিল ১৫ মিনিট।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীনের সভাপতিত্বে আজকের সভা অনুষ্ঠিত হয়।

শ্রেণীকক্ষে ১১ ধরনের শাস্তি দেওয়া যাবে না

শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ওপর শাস্তি নিষিদ্ধসংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করেছে সরকার। নীতিমালায় শারীরিক ও মানসিক শাস্তির সংজ্ঞা নির্ধারণসহ এ বিষয়ে করণীয় ঠিক করে দেওয়া হয়েছে।
নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান বলতে সরকারি ও বেসরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসাসহ (আলিম পর্যন্ত) অন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে।

শাস্তিগুলো হল :
গত বছরের ৯ আগস্ট শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালায় নিষিদ্ধ করা শাস্তিগুলো হলো, 
১। হাত-পা বা কোনো কিছু দিয়ে আঘাত বা বেত্রাঘাত, 
২। শিক্ষার্থীর দিকে চক বা ডাস্টারজাতীয় বস্তু ছুড়ে মারা,
৩।  আছাড় দেওয়া ও চিমটি কাটা, 
৪। কামড় দেওয়া, 
৫। চুল টানা বা চুল কেটে দেওয়া, 
৬। হাতের আঙুলের ফাঁকে পেনসিল চাপা দিয়ে মোচড় দেওয়া, 
৭। ঘাড় ধাক্কা, 
৮। কান টানা বা ওঠবস করানো,
৯।  চেয়ার, টেবিল বা কোনো কিছুর নিচে মাথা দিয়ে দাঁড় করানো বা হাটু গেড়ে দাঁড় করে রাখা,
১০। রোদে দাঁড় করে বা শুইয়ে রাখা কিংবা সূর্যের দিকে মুখ করে দাঁড় করানো এবং 
১১। ছাত্রছাত্রীদের দিয়ে এমন কোনো কাজ করানো, যা শ্রম আইনে নিষিদ্ধ।

অহেতুক অভিযোগ এড়াতে শাস্তির প্রকৃতি সম্পর্কে অভিভাবকদের সচেতন করারও পরামর্শ দেওয়া হয়েছে নীতিমালায়। এ ছাড়াও শারীরিক ও মানসিক শাস্তি প্রতিরোধের বিষয়ে শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয় নীতিমালায়।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক শাস্তি নিরোধের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হচ্ছে। যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


No comments:

Post a Comment

evsjv‡`k


we‡`kx Pµv‡šÍi weরু‡× `~ev©i , AcÖwZ‡iva¨ mvgvwRK Av‡›`vjb M‡o Zzjyb| †`k evPu‡j Avcbvi mšÍvb evPu‡e|we¯ÍvwiZ Rvb‡Z...